দেশে এখন
0

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুর্ঘটনায় অভিযুক্ত বাস চালকের গ্রেপ্তারসহ ৮ দাবিতে বিক্ষোভ করছে তারা।

সকাল ১০টার পর থেকেই মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়। এতে ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারী যাত্রী-চালকরা।

এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট সংলগ্ন মহাসড়ক পার হওয়ার সময় নারায়ণগঞ্জ ট্রাভেলসের বাসচাপায় মারা যান মিম।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, নিহত পরিবারকে ক্ষতিপূরণ, ফুটওভার ব্রিজ নির্মাণসহ ৮ দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে তারা। এদিকে, বিশ্ববিদ্যালয়ে বেলা ১২টায় নিহত মিমের জানাজা অনুষ্ঠিত হয়।

এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষ অংশ নেয়।

ইএ