বৈঠকে কোটা সংস্কার আন্দোলন ও গণঅভ্যুত্থানে তরুণদের ভূমিকা, আগামীর রাজনীতি ও রাষ্ট্র সংস্কারে গণঅধিকার পরিষদের অবস্থান, কর্মকৌশল ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও আগামী নির্বাচন এবং নির্বাচনে গণঅধিকার পরিষদের সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে কথা হয়। গণঅধিকার পরিষদ অভ্যুত্থানের জনআকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন নেতৃত্ব তৈরিতে কাজ করছে বলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আইআরআই'র প্রতিনিধি দলে ছিলেন সাউথ এশিয়ার ডেপুটি ডিরেক্টর ম্যাথুউ চার্টার, জসুয়া রসেনব্লাম (অ্যাক্টিং রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর), অমিতাভ ঘোষ (সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার), রোকসানা হক (প্রোগ্রাম ম্যানেজার)।
গণঅধিকার পরিষদের প্রতিনিধি দলে আরো ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদ সদস্য ফাতেমা তাসনীম, ছাত্রনেতা বিন ইয়ামিন মোল্লা, যুবনেতা মুনতাজুল ইসলাম, ছাত্রনেতা সাকিরা বিনতে আলো।