দেশে এখন
0

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩ ভারতীয় নাগরিক আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জন ভারতীয় নাগরিককে আটক করেছে ৬০ বিজিবি ব্যাটালিয়ন। এই তিন ভারতীয় নাগরিক গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে।

বিজিবি জানায় মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৫৯/৮-এস হতে আনুমানিক ৪শ' গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ আশাবাড়ি (বাতানবাড়ি)  নামক স্থানে শিশুসহ তিন ভারতীয় নাগরিককে আটক করে।

আটককৃতরা হলেন, ভারতীয় নাগরিক মো. সিরাজের ছেলে মো. নাসির (৩৩), মো. নাসিরের স্ত্রী চম্পা চিত্রকর (২৫), মো. নাসিরের ছেলে মো. তামিম (৬)। তারা সবাই ভারতের পশ্চিম মেদেনীপুরের নয়াগ্রাম গ্রামের বাসিন্দা। পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় বিজিবির টহল দল তাদেরকে আটক করে।

বিজিবি আরও জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ১৯ সেপ্টেম্বর নাসিরের খালু মো. তোতা মিয়ার কুমিল্লার বুড়িচংয়ের বাকশিমুল গ্রামে বাড়িতে খালাতো বোনের বিয়ের নিমন্ত্রণে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসেছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইএ