নিহতরা হলেন, উখিয়ার ক্যাম্পের আহাম্মদ হোসেন, তার ছেলে সৈয়দুল আমিন ও মেয়ে আসমা বেগম। স্থানীয়রা জানান, ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী উখিয়ার লাল পাহাড়ের পাশের ক্যাম্পে তাদের তিনজনকে গুলি করে পালিয়ে যায়।
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনজনেরই মৃত্যু হয়। তাদের মাথা, বুক ও গলায় গুলির চিহ্ন রয়েছে।
নিহত রোহিঙ্গা সৈয়দুল আমিন দীর্ঘদিন আরসার সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত বলেও দাবি করেন তারা। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।