দেশে এখন
0

ডিসেম্বরের মধ্যে বাজারে আসবে আমার দেশ পত্রিকা: মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানায় ৩৫ কোটি টাকা ক্ষতি হয়েছে উল্লেখ করে এর প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে বাজারে আসবে বলে পত্রিকাটি।

আজ (শুক্রবার, ১৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন তিনি এই কথা জানান।

এই পত্রিকা চালুর ব্যাপারে যেন আইনি বাধায় না পড়ে অন্তর্বর্তী সরকারের কাছে সেই সহযোগিতা চেয়ে তিনি বলেন, 'কোনো আইনে যেন মিডিয়ার স্বাধীনতা খর্ব করা না হয়। মিডিয়া সংস্কার করার আগে সম্পাদক ও মালিকদের সংস্কার করা প্রয়োজন।'

মিডিয়ার প্রতিনিধি করা মানুষগুলো মেধাধী কিনা, সম্পাদকদের জ্ঞানের পরিধি কতটুকু তা বিবেচনা করার দাবি জানান তিনি।

ছাপাখানায় হামলা ও লুটপাটের বিয়য়ে উচ্চ আদালতে আপিল করার পাশাপাশি, নতুন করে আরেকটা মামলা করার কথা জানান তিনি।

এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) প্রবাসে প্রায় সাড়ে ৫ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেন বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে তুরস্ক থেকে ঢাকার বিমান বন্দরে পৌঁছান তিনি।

বিমান বন্দরে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা তাকে অভ্যর্থনা জানান।

ইএ