এসময় তার সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত কোনো পুলিশ সদস্য ছাড় পাবে না।’
তিনি বলেন, ‘গণবিপ্লবে আহত ও শহীদেরা যাতে যোগাযোগ করতে পারে সে লক্ষ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ১৬০০০ নম্বরের হটলাইন খোলা হয়েছে, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এখানে যোগাযোগ করা যাবে।’
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘ঢাকার হাসপাতালগুলো কাভার করার পর ঢাকার বাইরে বিভাগগুলোতে থাকা হাসপাতালগুলোতে এ সপ্তাহে অর্থ সহায়তা চলে যাবে। বর্তমানে যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের আর্থিক সহায়তা দেয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছি। এছাড়াও আন্দোলনে যাদের হাত-পা, চোখ ক্ষতিগ্রস্ত তাদেরও গুরুত্ব দেয়া হচ্ছে।’
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত ১৭৬ শহীদ ও আহত পরিবারের মাঝে ১ কোটি ৭১ লক্ষ ৪২ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে। আজ ঢাকা মেডিকেল কলেজে ৩০ জনকে সহায়তা দেয়া হয়েছে। এ সপ্তাহের মধ্যে বাকি সহায়তা পৌঁছে যাবে, বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসা নিয়েছেন তাদেরও সহায়তা করা হবে।’
অন্যদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে।’
তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা জড়িত তাদের পুলিশের পক্ষ থেকে কোন রকম হয়রানি যাতে করা না হয় সেজন্য নোট জারি করা হবে।