তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার কিভাবে কাজ করবে তার কোনো দিক নিদের্শনা নেই। জনগন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই সরকারকে মেন্ডেট দিয়েছে। যা শুধুমাত্র সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমেই সম্ভব।’
এসময় অন্তর্বর্তী সরকার নিজেদের গন্তব্য নিয়ে স্পষ্ট ধারনা দিতে ব্যর্থ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সংস্কার সহ নানা উদ্যোগে সিদ্ধান্তহীনতায় ভুগছে অন্তর্বর্তী সরকার।’
বিএনপির এই শীর্ষ নেতা আরো বলেন, ‘দেশে আদিকাল থেকেই দুর্গাপূজা হয়ে আসছে। এদেশের মুসলিমরা কখনোই মৌলবাদী ছিল না।’
পশ্চিমাদের সমর্থনের জন্য বাংলাদেশকে মৌলবাদী বলে প্রচার করার ষড়যন্ত্র হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগনের হাতে দেশের ক্ষমতা ফিরিয়ে দিতে সরকারকে উদ্যোগী হবার আহ্বান জানান স্থায়ী কমিটির এই সদস্য।