ডা. এ জেড এম জাহিদ হোসেন, ‘ভদ্রভাবে যারা বাঁচতে চায়, দেশকে যারা সামনের দিকে নিয়ে যেতে চায় তারা থাকবে।’
তিনি বলেন, ‘আমরা ১৪ সালের মতো ভোট চাই না। আমরা ২০২৪ সালের মতো ডামি নির্বাচন চাই না। আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো। নির্ভয়ে দিবো। এতে করে আপনার প্রতি যে দায়বদ্ধতা সেটি থাকবে। যদি দেশের প্রতি দায়বদ্ধতা থাকতো তাহলে পালিয়ে না যেয়ে আত্মসমর্পণ করে আইনের আশ্রয় নিতেন শেখ হাসিনা।’
এসময় উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম মন্ডল, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা ছাত্রদলের আহয়ক আহ্বায়ক আনোয়ার হোসেনসহ হাকিমপুর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।