পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন ওই ভূমি উপ-সহকারি কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট একটি প্রতিবেদন পাঠিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, উচাখিলা ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা বদরুল ইসলাম সকাল ১১টায় অফিসে আসেন। কিছুক্ষণ পর কয়েকজন সেবা গ্রহীতা ও অফিস সহায়কে ভেতরে আটকে রেখে কলাসিবল গেটে তালা দিয়ে বাইরে চলে যান। পরে ভেতরে আটকে থাকা লোকজনের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে তাদের অফিসে আটক অবস্থায় দেখতে পান। পরে তারা উপজেলা সহকারি কমিশনারকে (ভূমি) ফোন বিষয়টি অবিহত করেন।
এরপর দুপুর ২টায় সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন ঘটনাস্থলে এসে তালা ভেঙ্গে তিন ঘণ্টা পর তাদের উদ্ধার করেন।
সেবা গ্রহীতাদের সাথে আটকা ছিলেন উচাখিলা ইউনিয়ন ভূমি অফিসের সহায়ক আব্দুল মতিন। তিনি বলেন, 'সকাল ১১টায় ভূমি উপ-সহকারি কর্মকর্তা কদরুল ইসলাম অফিসে আসেন। আসার পর অফিস সহায়ক শাহনাজ পারভিন অফিসে আসছে কি না তা জানতে চান। তার না আসার বিষয়টি জানালে তিনি সবাইকে ভেতরে রেখে তালা দিয়ে চলে যান। যাওয়ার সময় তিনি বলেন, সে না আসা পর্যন্ত কেউ বের হতে পারবে না।'
এ বিষয়ে ভূমি উপ-সহকারি কর্মকর্তা বদরুল ইসলামের মোবাইল ফোনে একাধিক বার ফোন করেও যোগাযোগ করা যায় নি।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন জানান, 'ভূমি উপ-সহকারি কর্মকর্তা (নায়েব) বদরুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে অফিসের তালা ভেঙে তাদের বের করা হয়।'
এ বিষয়ে জেলা প্রশাসকের নিকট একটি প্রতিবেদন পাঠানো হয়েছে বলেও জানান তিনি।