রিটে আবেদনে এসব বরাদ্দের সঙ্গে জড়িত ও সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার আবেদন রয়েছে।
পাশাপাশি অবৈধ অন্যান্য সব প্লট বরাদ্দের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে রিটে। আগামী সপ্তাহের শেষ দিকে হাইকোর্টে রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবীরা।
তারা জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের নামে প্লট বরাদ্দ নিয়েছেন শেখ হাসিনা।
তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও প্লট নিয়েছেন। শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তার দুই ছেলে-মেয়ে প্লট বরাদ্দপ্রাপ্তদের তালিকায় আছেন। ২০২২ সালে তারা প্লট বুঝে পান।
পরে বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় হিসেবে চিহ্নিত করা হয়। এতে হাতে গোনা কয়েকজন ছাড়া খোদ রাজউকের অনেকে এ বিষয়ে তেমন কিছুই জানেন না।