জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
মোখলেস উর রহমান বলেন, ‘কমিটিতে যে কয়জন সদস্য নেয়ার তা নেবেন, সেই এখতিয়ার কমিটির আহ্বায়ককে দেয়া হয়েছে। এই কমিটিকে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’
জনপ্রশাসন মন্ত্রাণালয়ে বিশৃঙ্খলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্প্রতি ডিসি নিয়োগে জনপ্রশাসন মন্ত্রাণালয়ে বিশৃঙ্খলার ঘটনায় ১৭ জন উপসচিবকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।'
এরই মধ্যে আট জনকে গুরুদণ্ড, চার জনকে লঘুদণ্ড ও দুই জনকে তিরস্কার করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ বেলা পৌনে ২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে।
বিকেল চারটা পর্যন্ত কয়েক শ’ চাকরিপ্রত্যাশী যমুনার সামনের সড়কে অবস্থান নিতে গেছে। এতে রাজধানীর বেইলি রোড, কাকরাইল–মৎস্য ভবন এলাকা থেকে উত্তরা অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে আছে।