পরিবেশ ও জলবায়ু
দেশে এখন
0

পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

বিরামহীন বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

সকাল থেকেই রাজধানীসহ দেশের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একটানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ঢাকার অধিকাংশ সড়কে জলাবদ্ধতা তৈরি হওয়ায় তা আরো বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববার সারাদেশে বৃষ্টিপাতের পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে কাল এই পরিস্থিতির উন্নতি হতে পারে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে গিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এ অবস্থায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও রোববার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেই ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

পৃথক বুলেটিনে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার প্রকাশিত বুলেটিনে আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।