দেশে এখন
0

পাকিস্তানকে হোয়াইটওয়াশ: রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার অভিনন্দন

ইতিহাস গড়ে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এ জয় অর্জনের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ (মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আলাদাভাবে তাদের অভিনন্দন জানান। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ক্রিকেটের সকল ফরম্যাটেই এই জয়ের ধারা অব্যাহত থাকবে।

অন্যদিকে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তকে ফোন করে ড. ইউনূস। তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে অভিনন্দন। পুরো জাতি আপনাদের নিয়ে গর্ব করছে।’ বাংলাদেশ দল দেশে ফিরলে সংবর্ধনা দেয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এক অভিনন্দন বার্তায় ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট কোচ ও বোর্ড সংশ্লিষ্টদেরও অভিনন্দন জানান তিনি।

এর আগে আবহাওয়ার বিপর্যয় পূর্বাভাসের মধ্যেই শুরু হয় পঞ্চম দিনের খেলা। বোলারদের ক্ষুরধার বোলিংয়ের পর ব্যাটারদের সম্মিলিত প্রয়াসে সিরিজের দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

এমন মুহূর্তের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে প্রায় দুই যুগ। যে কারণে মুহূর্তটিকে বিশেষই বলতে হয়। কারণ টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পর এবারই প্রথম পাকিস্তানকে সিরিজ হারালো বাংলাদেশ।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর