দেশে এখন
0

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছে। আজ (শনিবার, ৩১ আগস্ট) রাত দশটার দিকে দগরিয়া এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান চারজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, কামরুন নাহার (৩৫), তানজিনা আক্তার (২৪), ছাবিহা (১৪) ও সাজিদ মিয়া (১২)। তাদের সকলের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে।

আহত ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা থেকে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে মাইক্রোবাসযোগে নরসিংদীর রায়পুরা উপজেলার নিজ বাড়িতে ফিরছিলেন যাত্রীরা।

মাইক্রোবাসটি দগরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে চারজন নিহত হন। পরে, মরদেহ সহ গুরুতর আহত অবস্থায় আরও চার জনকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। নিহতদের মরদেহ নরসিংদী জেলা হাসপাতালে আছে।

নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রাকিব আশকারী জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৮ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে চারজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর