দেশে এখন
0

সমন্বয়ক হাসনাতের শারীরিক অবস্থার উন্নতি

সমন্বয়কর হাসনাত আব্দুল্লাহ'র শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ (সোমবার, ২৬ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে।

জামাকাপড় না পাঠিয়ে যেন শুকনো খাবার পাঠানের আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক বলেন, 'দৈনিক ২৫ হাজার পরিবারে কাছে ত্রাণ বিতরণ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পর্যায়ক্রমে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দৈনিক লাখ লাখ মানুষের খাবার পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে।'

গণত্রান সংগ্রহ কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তারা। যেকোনো দুর্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাবে।

এদিকে গণত্রাণ গ্রহণ কর্মসূচির পঞ্চম দিন আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮৫ লাখ ৬৮ হাজার নগদ টাকা সংগ্রহ হয়েছে। এবং ব্যাংকিং চ্যানেলে ২৪ লাখ টাকা সংগ্রহ হয়েছে বলে জানান সমন্বয়করা।

এই কর্মসূচিতে অর্থ সংগ্রহের তথ্য প্রতি তিন দিন পরপর জানানো হবে।

প্রতিদিনের কী পরিমাণ ত্রাণ পাঠানো হচ্ছে? তা জানতে চাইলে একজন সমন্বয়ক বলেন, 'এখন পর্যন্ত ২০ ট্রাকে ২০ হাজারের বেশি ত্রাণের প্যাকেট ও পানি পাঠানো হয়েছে দুর্গম এলাকায়। আজ ৭টি ট্রাক পাঠানো হয়েছে।'

টিএসসি, ডাকসু ক্যাফেটেরিয়া ও ঢাবি শারীরিক শিক্ষাকেন্দ্র, এই তিনটি স্থান থেকে ত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

tech