হত্যা মামলায় সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেপ্তার

0

হত্যা মামলায় সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় কে গ্রেপ্তার করা হয়েছে। আজ (সোমবার, ১৯ আগস্ট) রাতে তাকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, মোহাম্মদপুর থানায় করা হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাকে গ্রেফতার করে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত শিক্ষার্থীদের আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে।

tech