আজ (শনিবার, ১৭ আগস্ট) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে যান ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।
আহতদের খোঁজ-খবর নেয়ার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হন তাঁরা। এসময় দলের সিনিয়র নায়েবে আমীর বলেন, 'আহতদের চিকিৎসা দেশে সম্ভব না হলে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।'
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।