দেশে এখন
0

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় ৬৫০ জনের প্রাণহানি: জাতিসংঘ

বাংলাদেশে হওয়া ছাত্র আন্দোলনে ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অন্তত ৬৫০ জন প্রাণ হারিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার কার্যালয়। ‘বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতা বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ’ শীর্ষক ১০ পৃষ্ঠার ওই প্রতিবেদন আজ (শুক্রবার, ১৬ আগস্ট) জেনেভা থেকে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদেনে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় মোট নিহতের মধ্যে ৫ থেকে ৬ আগস্টই প্রাণ গেছে ২৫০ জনের। ৭ থেকে ১১ আগস্ট পর্যন্ত যারা মারা গেছেন, তারা সবাই বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

আর এই ঘটনাকে অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগ এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। এমনকি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর জন্য হেলিকপ্টার ব্যবহার করে সহিংসতা আরও তীব্র পর্যায় নিয়ে গেছে দাবি করা হয়েছে।

এমনকি ইন্টারনেট বন্ধ করে বিএনপি-জামাতের নেতা-কর্মী, ছাত্রনেতাদের টার্গেটে করে গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে।

এর মধ্যে সাড়ে ৪ লাখ অজ্ঞাতনামা এবং দুই হাজার চিহ্নিত ব্যক্তিকে বিভিন্ন অপরাধে জন্য নথিভুক্ত হয় বলেও প্রতিবেদেনে উঠে এসেছে।

প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক ভিডিও বার্তায় বলেন, ‘বাংলাদেশের এই সন্ধিক্ষণ, মানবাধিকার ও আইনের শাসনের ওপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে। এ পরিস্থিতি মানবাধিকার লঙ্ঘন ও সংঘাতের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির প্রয়োজনীয়তার বিষয়টিতে জোর দিচ্ছে।’

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর