এর আগে গত ৮ আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেদিন ১৬ উপদেষ্টার মধ্যে শপথ নেন ১৩ উপদেষ্টা। সুপ্রদিপ চাকমা, বিধান রঞ্জন রায় ও ফারুক-ই-আজম ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি।
এরপর গত রোববার (১১ আগস্ট) সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতির কাছে থেকে।
নতুন সরকারের ১৭ উপদেষ্টার মধ্যে শপথ নেয়ার বাকি ছিলেন মুক্তিযোদ্ধা বীরপ্রতীক ফারুক-ই-আজম। মঙ্গলবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই শপথ বাক্য পাঠ করান।
ধারাবাহিকতা অনুযায়ী জাতীয় সঙ্গীত ও কোরওয়ান তালাওতের মাধ্যমে শুরু হয় শপথ অনুষ্ঠান।
এসময় উপস্থিত ছিলেন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শপথ গ্রহণ শেষে নতুন শপথ নেয়া এই উপদেষ্টা জানান, যে প্রেক্ষাপটে এই সরকার তা পূরণ করতে তিনি কাজ করবেন।
শপথ শেষ হলেও এখনও নতুন উপদেষ্টার জন্য কোন মন্ত্রণালয় বরাদ্দ তা এখনও চূড়ান্ত হয় নি