দেশে এখন
0

প্রস্তুত বঙ্গভবন, শপথ ঘিরে বাড়ানো হয়েছে কড়া নিরাপত্তা

আনুষ্ঠানিকভাবে আজ (বৃহস্পতিবার, ৮ আগস্ট) রাতে শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসসহ বাকি উপদেষ্টারা। শপথ গ্রহণকে সামনে রেখে বঙ্গভবনে সব ধরনের প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।

বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

শপথ অনুষ্ঠানে প্রায় ৪০০ অতিথির জন্য দরবার হলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। রাজনীতিক, শিক্ষাবিদ, কূটনীতিকসহ সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেবেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বরণ করতে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে বিকেল থেকে ১৮টি গাড়ি প্রস্তুত করা হয়। এর মধ্যে প্রধান উপদেষ্টার জন্য একটি বিএমডব্লিউ গাড়ি প্রস্তুত করে রাখা হয়।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিংয়ে গাড়িগুলো রাখা হয়। মনোনীত উপদেষ্টাদের বরণে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একজন সদস্যসহ গাড়িগুলো এরইমধ্যে স্ব স্ব গন্তব্যে যাত্রা করেছে বলে সূত্রে জানা গেছে। এরপর তাদের নিয়ে শপথের উদ্দেশ্যে গাড়িগুলো বঙ্গভবনে যাবে।

tech