প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ ও দেশত্যাগ করে শেখ হাসিনা অবস্থান করছেন ভারতে। রাজধানী দিল্লির পার্শ্ববর্তী একটি সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনা ও শেখ রেহানাকে বহনকারী হেলিকপ্টারটি।
এরপর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এরপর দোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশের সবশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোন দেশ হতে পারে এ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ভারতের কয়েকটি গণমাধ্যমের তথ্য বলছে, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের চাইতে পারেন সাবেক সরকারপ্রধান। এক্ষেত্রে ভারত তাকে সেফ প্যাসেজ তৈরি করে দিতে পারে। বর্তমানে ভারত সরকারের কঠোর নিরাপত্তা বেষ্টিত সেফ হাউজে অবস্থান করছেন তিনি। যদিও প্রতিবেশি দেশটির পক্ষ থেকে বেশিদিন তাকে আশ্রয় নাও দেয়া হতে পারে।
এদিকে আরেক ভারতীয় গণমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদন বলছে, যুক্তরাজ্যের পাশাপাশি ফিনল্যান্ডেও রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারেন শেখ হাসিনা।