দেশে এখন
0

শেখ হাসিনা সরকারের পতন ও গণঅভ্যুত্থানে রচিত হলো নতুন বাংলাদেশ

অবশেষে নতুন এক অধ্যায়ে প্রবেশ করলো বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতন ও তার পদত্যাগের মধ্য দিয়ে রচিত হলো গণঅভ্যুত্থানের নতুন ইতিহাস। সোমবার (৫ আগস্ট) সকাল থেকে বাংলাদেশের পতাকা হাতে পথে নেমে আসে শিশু, নারীসহ সর্বস্তরের মানুষ। এদিকে, লাখো জনতার স্লোগানে প্রকম্পিত হয় চারদিক।

সড়কে মহাসড়কে বিজয় উল্লাস। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে পথে নেমেছে শিশু, নারী, বয়স্কসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সকালের দিকে কিছুটা বাধার মুখে পড়লেও দুপুর থেকে আশপাশের এলাকা থেকে ঢাকা মুখে নামে মানুষের ঢল।

তবে মানুষের এই বিজয় এক দিনেই আসেনি। এর পেছনে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দীর্ঘ সংগ্রামের ইতিহাস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই ইতিহাস। জুলাই এর প্রথম সপ্তাহে ঘোষণা করা হয়েছিল 'বাংলা ব্লকেড'। প্রথমে আন্দোলন শান্তিপূর্ণভাবে সংঘঠিত হলেও পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়।

জুলাই এর মাঝামাঝিতে আবু সাঈদকে হত্যার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। সারাদেশে হত্যার শিকার হয় দুই শতাধিক মানুষ। ৯ দফা দাবি আদায়ে চলে আন্দোলন। এরপরও গ্রেপ্তার নির্যাতন অব্যাহত থাকে এক ১ দফা অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনার পরিণত হয় জনসমুদ্রে।

দাবি আদায় না হওয়ায় অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়। সেই ডাকে মানুষের স্রোত নামে রাজধানীতে। এরপর শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে রচিত হয় গণঅভ্যুত্থানের নতুন ইতিহাস।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর