দেশে এখন
0

৬ ঘন্টা পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

টানা ৬ ঘন্টা বন্ধ থাকার পর রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। আজ (সোমবার) দিবাগত রাতে সংস্থাটি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার বিকেলে দেশজুড়ে চলমান উদ্ভুত পরিস্থিতির কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে এটি ৬ ঘণ্টা বন্ধ থাকবে বলে জানায় আইএসপিআর।

বন্ধের তথ্য নিশ্চিত করেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তাৎক্ষণিক বিবৃতিতে সে সময় তিনি বলেন, ‘সোমবার বিকেল ৫টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। ফ্লাইট চালুর বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাইনি। পরবর্তী কোনো নির্দেশনা পাওয়া গেলে সে বিষয়ে জানানো হবে।’

tech