দেশে এখন
0

এই মুহূর্তে বলতে চাই, প্লিজ ধংসযজ্ঞ বন্ধ করুন: অধ্যাপক আসিফ নজরুল

অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপরও দেশের বিভিন্ন জায়গায় ধংসযজ্ঞ, ভাংচুর, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।

আজ (সোমবার, ৫ আগস্ট) বঙ্গভবনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আপনাদের এই মুহূর্তে বলতে চাই, প্লিজ ধংসযজ্ঞ বন্ধ করেন। আমরা অনেক রক্ত খুইয়েছি, অনেক সম্পদ নষ্ট হয়েছে। আপনারা দয়া করে লুট-তরাজ, আক্রমণ, অগ্নিসংযোগ বন্ধ করুন।’

তিনি বলেন, ‘আমি বঙ্গভবনে আসার আগে অনেক ফোন পেয়েছি। মানুষ কান্না করছে। যে-সব খারাপ কাজকে আমরা ঘৃণা করি সেগুলো নিজেরা কেউ করবেন না। যারা করে তাদেরকে বাধা দেন। এদেশের সম্পত্তি আমাদের।’

ঢাবি অধ্যাপক বলেন, ‘এখন আমরা যেরকম সরকার চাই ইনশাআল্লাহ সেরকম সরকার গঠিত হবে। কোটা সংস্কার আন্দোলনের নেতা নাহিদ, আসিফ, সারজিস ওরাই ভবিষ্যতে সংসদে বসবে। সবার কাছে বলেন আর রাষ্ট্রীয় সম্পদ ধংস না।’

আসিফ নজরুল বলেন, ‘আরেকটা কথা আমি ব্যক্তিগতভাবে বলি। আমি জানি পুলিশ বাহিনীর অনেকেই বাড়াবাড়ি করেছেন। আজকে পুলিশের ১০ জনের মধ্যে ১জন যদি দোষী থাকে ৯ জনের ওপর রাগ দেখাবেন না। যারা দোষী আছে তাদের অবশ্যই খুঁজে বের করা হবে, বিচার করা হবে।’

তিনি আরো বলেন, ‘আজকের বৈঠকে আমরা শক্তভাবে বলেছি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হবে। কেউ পালিয়ে গেলেও বিচার ব্যাহত হবে না। কিন্তু সন্দেহ, আক্রোশ বা প্রতিশোধের বশবর্তী হয়ে কেউ কাউকে আক্রমণ করবেন না।’

আসিফ নজরুল বলেন, ‘নতুন প্রজন্মের জন্য আমরা ভালো দেশ রেখে যেতে পারিনি। নতুন প্রজন্ম আমাদের জন্য এ সুযোগ, সময় এনে দিয়েছে। কিন্তু অনেক সময় এ অর্জন হারিয়ে যায়। তাই ধংসযজ্ঞ, লুটপাট করে কেউ যেন এমন কিছু করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। আপনার এগুলো বন্ধ করেন। সব কিছুর বিচার করা হবে।’

tech