দেশে এখন
0

সহিংসতায় না জড়ানোর আহ্বান সমন্বয়কারী শিক্ষার্থী, আসিফ নজরুল-ফখরুলের

দেশের বর্তমান পরিস্থিতিতে সহিংসতায় না জড়ানোর আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা। একই কথা বলেছেন অধ্যাপক আসিফ নজরুল ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য রাজনীতিকরাও। আজ (সোমবার, ৫ আগস্ট) নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট ও তাৎক্ষণিক বক্তব্যে এ আহ্বান জানিয়েছেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেন, 'এই স্বাধীন দেশ আমাদের। এই দেশের প্রত্যেকটা বিষয় নিরাপদ রাখার দায়িত্ব আমাদের। আপনারা কোন সহিংসতায় জড়াবেন না। কেউ না।'

সাধারণ জনতার উদ্দেশ্যে সারজিস আলম লিখেন, 'এ স্বাধীনতা বাংলাদেশের মানুষের। এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার৷ কারণ এসব আমাদের৷ এসব আমাদের প্রাণের বাংলাদেশের৷'

সেই সাথে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অধ্যাপক আসিফ নজরুল ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য অসহযোগ আন্দোলন থেকে দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তাকে অ্যাজাক্স ১৪৩১ মডেলের সি-১৩০ বিমানটি দিল্লির আইএএফের হিন্দন বিমানঘাঁটিতে বিকাল সাড়ে পাঁচটার দিকে অবতরণ করেছে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর