আজ (বৃহস্পতিবার, ১৮ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা স্থগিতের এ খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত’ এই তিনদিনের অনুষ্ঠিতব্য সব শিক্ষাবোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।
বাতিল হওয়া পরীক্ষার পরবর্তী সময় জানিয়ে দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ২৮ জুলাই থেকে বাকি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি চলবে।
এদিকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে। বুধবার দেয়া ঘোষণার প্রেক্ষিতে আজ সকাল থেকে শাটডাউন কর্মসূচি চালাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আওতামুক্ত রয়েছে হাসপাতাল, গণমাধ্যম, জরুরি সেবা, অ্যাম্বুলেন্স। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
কর্মসূচির মধ্যে মেট্রোরেল পরিষেবা বন্ধের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল বন্ধ ঘোষণা দেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৮ জুলাই) দুপুরে ডিএমটিসিএল কর্তৃপক্ষ এ কথা জানায়। তবে আগারগাঁও থেকে মতিঝিল এবং উত্তরা থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।