দেশে এখন
0

ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত, আহত ১৫

ফরিদপুরের ভাঙ্গায় বিআরটিসির একটি বাসের সঙ্গে শাহ ফরিদ পরিবহনের একটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আজ (বুধবার, ১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার পূর্ব সদরদীর কৈডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

আব্দুল মান্নান নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১৫-৬৩৯৩) পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাদারীপুর থেকে ফরিদপুরগামী শাহ ফরিদ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-০৮৬৫) একটি বাসের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে তিনজন নিহত হন। নিহত তিনজনই শাহ ফরিদ পরিবহনের যাত্রী। এছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক আবু সাইদ বলেন, 'আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার কাজ শুরু করি। আমাদের সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরাও এ কাজে অংশ নেয়।'

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে শাহ ফরিদ পরিবহনের একটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৮-১০ জন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছেন। উদ্ধার কাজ চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।