নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ডিবির অভিযান, ককটেল-অস্ত্রসহ গ্রেপ্তার ৭

দেশে এখন
0

নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে ডিবির অভিযানে ককটেল-অস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বুধবার, ১৭ জুলাই) অভিযান শেষে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের একথা জানান।

হারুন বলেন, 'হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে একটা গ্রুপ বিভিন্ন জায়গায় নাশকতা চালাচ্ছে। সরকার বিরোধী স্লোগান দিচ্ছে। বিএনপির বেশ কয়েকটি অঙ্গ সংগঠনের নেতারা আজকে নাশকতায় অংশ নিয়েছে। বিএনপি এ আন্দোলনে অর্থ বিনিয়োগ করে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে। বিএনপি অফিস থেকে ১০০ ককটেল, ৫০০ লাঠিসোটা ও পেট্রোল উদ্ধার করেছি।'

আটককৃতদের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ আছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য কোটা সংস্কারের দাবিতে আজ দিনভর সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সারাদেশে তিন শিক্ষার্থীসহ ৬ জনের মৃত্যু হয়েছে।