হারুন বলেন, 'হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে একটা গ্রুপ বিভিন্ন জায়গায় নাশকতা চালাচ্ছে। সরকার বিরোধী স্লোগান দিচ্ছে। বিএনপির বেশ কয়েকটি অঙ্গ সংগঠনের নেতারা আজকে নাশকতায় অংশ নিয়েছে। বিএনপি এ আন্দোলনে অর্থ বিনিয়োগ করে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে। বিএনপি অফিস থেকে ১০০ ককটেল, ৫০০ লাঠিসোটা ও পেট্রোল উদ্ধার করেছি।'
আটককৃতদের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ আছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য কোটা সংস্কারের দাবিতে আজ দিনভর সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সারাদেশে তিন শিক্ষার্থীসহ ৬ জনের মৃত্যু হয়েছে।