দেশে এখন
0

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে। সড়ক ও মহাসড়ক অবরোধ করে রাখায় বন্ধ আছে যান চলাচল।

কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ও ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচিতে মুখোমুখি অবস্থানে রয়েছে দু’পক্ষ। বিশ্ববিদ্যালয় এলাকায় দ্বিতীয় দিনের মতো আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় শহীদুল্লাহ্ হল থেকে চানখারপুল রোড রণক্ষেত্রে পরিণত হয়।

মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে এ পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে লাগাতার ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পালটা চলতে থাকে।

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে রণক্ষেত্র তৈরি হয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংষর্ঘ চলছে। দু’পক্ষের মুখোমুখি অবস্থানে সায়েন্স ল্যাব ও ঢাকা কলেজ, নিউমার্কেট এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এছাড়া বিকেলে মহাখালীতে শিক্ষার্থী-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এসময় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে। শিক্ষার্থীরা টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করছে।

এর আগে এদিন দিনভর মতিঝিলের শাপলা চত্বর, বাড্ডা, বসুন্ধরা আবাসিক এলাকার সামনে, রামপুরা ব্রিজ, মালিবাগ আবুল হোটেল, বনানীর কাকলী মোড়, কুড়িল, শান্তিনগর, সায়েন্সল্যাব, মিরপুর ১০, মিরপুর ১৪, ধানমন্ডি ও শনির আখড়া, যাত্রাবাড়ীর কাজলায় অবরোধ করেছে আন্দোলনকারীরা। এতে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে আছে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর