শেখ হাসিনা বলেন, 'আদালত যেহেতু রায় দিয়েছে সেখানে আমার কথা বলার কিছু নেই। কোটা আন্দোলন করার আগে নিজেদের রেজাল্ট দেখা উচিত ছিল। একবার তারা এ ধরনের আন্দোলন করেছিল। তখন অনেক অনেক অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছিল। এবার যদি তারা ভাঙ্চুর করে তাহলে আইনি ব্যবস্থা নেয়া হবে। যারা মেধা দিয়ে চাকুরি করার আন্দোলন করেছে তারা কি বিসিএসে চান্স পেয়েছে?'
সরকারপ্রধান বলেন, 'ফরেন সার্ভিসে মাত্র ২ জন নারী ও পুলিশ সার্ভিসে ৪ জন মেয়ে সুযোগ পেয়েছে। আমাদের দেশের নারীরা কোনোদিন এসপি-ডিসি হবে তা কোনোদিন ভাবিনি। নারীদের প্রথম সচিব আমি করেছি। জাতির পিতা সংসদে সংরক্ষিত আসন রেখেছে নারীদের জন্য। মেডিকেলেই শুধু মেয়েরা এগিয়ে থাকে। অন্য ক্ষেত্রে তেমন দেখি না।
প্রধানমন্ত্রী বলেন, 'সংবিধান ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে তাদের ধারনা নেই। মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের এত ক্ষোভ কেন। তাদের সন্তান বা নাতিরা সুবিধা না পেলে কি রাজাকারের সন্তানরা পাবে। এ দেশটা মুক্তিযোদ্ধাদের অবদান। তারা দেশ স্বাধীন না করলে আমরা এ পাকিস্তানিদের ছায়া থেকে বের হতে পারতাম না। কোটা আর মেধা এক জিনিস না। যুদ্ধে মুক্তিযোদ্ধারা জয়ী হয়ে ছিল রাজাকাররা পারে নাই। তাহলে কার মেধা বেশি। মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের নেই।'
তিনি জানান, আওয়ামী লীগ সরকার সবার হাতে মোবাইল ফোন দিয়েছে। আর সেটা ব্যবহার করে তারা আন্দোলন করছে। যারা কোটা আন্দোলন করছে তাদেরকে বাংলাদেশের সংবিধান পড়ার অনুরোধ জানান তিনি।