দেশে এখন
0

টানা বৃষ্টিতে ১৫ দিনেই বিএমডিএ'র ফুট ব্রিজের অ্যাপ্রোচ ধস

নির্মাণের ১৫ দিনের মধ্যে নাটোরে খালের ওপর বরেন্দ্র কর্তৃপক্ষের নবনির্মিত একটি ফুট ব্রিজের অ্যাপ্রোচ ধসে গেছে। টানা বৃষ্টিতে ব্রিজের এক অংশের অ্যাপ্রোচ ধসে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। নির্মাণ ত্রুটির পাশাপাশি অনিয়মের মাধ্যমে ব্রিজটি নির্মাণ করায় মাত্র দুই সপ্তাহেই ৫৩ লাখ টাকার ব্রিজের এমন পরিণতি। এতে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিএমডিএ'র ভূউপরিস্থ পানির ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণে সেচ সম্প্রসারণ (ইআইএনডি) প্রকল্পের আওতায় কৃষকের ফসল পরিবহনের জন্য প্রায় ৫৩ লাখ টাকা ব্যয়ে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের কামারদিয়ার খালের ওপর ফুট ওভার ব্রিজ নির্মাণ করে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু গত রাতের টানা বৃষ্টিতে ব্রিজের পূর্ব অংশের এ্যপ্রোচ ধসে যায়। সৃষ্টি হয় বড় বড় ফাটল। ফলে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, এলাকাবাসীর আপত্তি উপেক্ষা করে নিম্নমানের কাজের কারণে এমনটি হয়েছে। এছাড়া মূল সড়ক বাদ দিয়ে ব্রিজটি অন্যের জমিতে নির্মাণ করায় কৃষকদের জন্য ফসল পরিবহন ব্যাহত হবে।

আমিনুল এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলেও ব্রিজটি নির্মাণ করেন নাটোর শহরের ঠিকাদার খোকন। তিনি বলেন, 'ব্রিজটি নির্মাণে কোনো ত্রুটি নেই। জামানত রয়েছে, পুনরায় মেরামত করে দেওয়া হবে। তাছাড়া অ্যাপ্রোচ সড়কটির নতুন মাটি হওয়ার কারণে বরেন্দ্রকে এখন কাজ করতে নিষেধ করেছিলাম। কিন্তু তারা নতুন মাটিতেই কাজ করে নিয়েছে।'

বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আহসান হাবীব বলেন, 'কামারদিয়ার খালের ওপর ৩টা ব্রিজ নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ব্রিজ নির্মাণে ৫২ লাখ টাকা করে ব্যয় ধরা হয়েছে। তবে ব্রিজের ধসে যাওয়া অংশটি মেরামতের জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।'

এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!