দেশে এখন
0

‘কোটা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে ছাত্রলীগ কঠোর অবস্থানে থাকবে’

কোটা আন্দোলনের নামে রাজপথে নৈরাজ্য সৃষ্টি করলে ছাত্রলীগ কঠোর অবস্থানে থাকবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন। আজ (বৃহস্পতিবার, ১১ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে কোটা আন্দোলনের বিরুদ্ধে অবস্থানকালে তিনি একথা বলেন।

জনদুর্ভোগ পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমি কার্যক্রম সচল রাখা ও কোটা ইস্যুর যৌক্তিক সমাধানের দাবিতে মিছিল শেষে সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের আয়োজন করে ছাত্রলীগ। সেখানে তিনি সংগঠনের অবস্থান তুলে ধরেন।

সাদ্দাম হোসেন বলেন, 'যারা শিক্ষার্থীদের কোটা সংস্কারের একটি যৌক্তিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায়, তাদেরকে প্রতিহত করা হবে। কোটার একটি যৌক্তিক সমাধান করবে ছাত্রলীগ।

তিনি বলেন, 'যারা কোটা আন্দোলনের নামে রাজপথে জনভোগান্তি ও নৈরাজ্য সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে ছাত্রলীগের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।'

ছাত্রলীগ সভাপতি বলেন, 'একটি যৌক্তিক দাবিকে যারা অযৌক্তিকভাবে আদায় করতে চায় তাদের অভিসন্ধি ভিন্ন। এ আন্দোলন গতকালকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করার কথা, তাহলে আজকে কিসের জন্য ব্লকেড দেওয়া হলো।'

তিনি বলেন, ‘কোটা নিয়ে ২০১৮ সালে রায় হয়েছিল। এই সরকারই তো সেই রায় দিয়েছিল। তাহলে কাদের ভয় দেখানো হচ্ছে। ছাত্রলীগ রাজপথ থেকে উঠে আসা। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমারা কথা দিতে চাই এই আন্দোলনের একটা সমাধান আসবে।’

এসময় শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ারও আহ্বান জানান তিনি। সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও বিভিন্ন ইউনিটের নেতারা।