দেশে এখন
0

যুক্তরাজ্যের হাউজিং অ্যান্ড লোকাল গভর্মেন্ট আন্ডার সেক্রেটারি হলেন রুশনারা আলী

ব্রিটিশ মন্ত্রীসভায় হাউজিং, কমিউনিটিজ অ্যান্ড লোকাল গভর্মেন্ট আন্ডার সেক্রেটারির দায়িত্ব পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী।

যুক্তরাজ্যের সদ্য সমাপ্ত নির্বাচনে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিকে বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর দল লেবার পার্টি। তিনি যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা পঞ্চমবারের মতো লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছেন। 

লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ২০১০ সাল থেকে টানা পাঁচবার লেবার পার্টির হয়ে এমপি নির্বাচিত হয়েছেন। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে রুশনারা আলী যুক্তরাজ্যের পার্লামেন্টের এমপি নির্বাচিত হন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর