কৃষি
দেশে এখন
0

বগুড়া-গাইবান্ধার ৮০ কৃষকের গ্লোবাল গ্যাপ সার্টিফিকেট অর্জন

আন্তর্জাতিক মান অনুসরণ করে সবজি চাষের স্বীকৃতি স্বরুপ গ্লোবাল গ্যাপ সার্টিফিকেট অর্জন করেছেন বগুড়া ও গাইবান্ধার ৮০ জন কৃষক।

পরিমিত বালাইনাশক অন্যান্য যান্ত্রিক ও জৈবিক পদ্ধতি ব্যবহার করে মানবদেহ এবং পরিবেশের জন্য নিরাপদ সবজি উৎপাদন করে তা বাজারজাত ও  রপ্তানির জন্য গ্লোবাল গ্যাপ সনদ প্রয়োজন হয়।

আন্তর্জাতিক মানদণ্ড মেনে মাটি ও পানি পরীক্ষার ফলাফল অনুযায়ী  ২০২৩ সাল থেকে ১৯০টি ধাপ অনুসরণ করে নিরাপদ সবজি চাষ শুরু করেন এ অঞ্চলের কৃষকগণ। সবশেষে  বালাইনাশকের অবশেষ জনিত প্রভাব  নিরুপণ নিরাপদ করে তা বাজারজাত করা হয়।

এ আর মালিক সীডের সহযোগীতায় নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাত প্রকল্প বাস্তবায়ন করছে বেসরকারি সংগঠন ওডিএসডি এবং অবলম্বন। এ প্রকল্পের আওতায় বগুড়ার শিবগঞ্জ, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও সাদুল্লাপুর উপজেলার ৫ হাজার কৃষকের মধ্যে প্রথম ধাপে ৮০ জন কৃষক শুক্রবার ( ২৮ জুন) গ্লোবাল গ্যাপ সার্টিফিকেট অর্জন করে।  

জার্মানি ভিত্তিক গ্লোবাল গ্যাপ সংস্থা অনুমোদিত নিরীক্ষা ও সনদ প্রদানকারী সংস্থা নেদারল্যান্ডসের কন্ট্রোল ইউনিয়ন তাদের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সরেজমিনে নিরীক্ষা সম্পাদন করে এই সনদ প্রদান করেছে।

ইএ