দেশে এখন
0

বন্যার পূর্বাভাস: ৪৮ ঘণ্টায় চলমান পরিস্থিতির উন্নতি হবে

আগামী ৪৮ ঘণ্টায় নেত্রকোণা, সিলেট ও সুনামগঞ্জে চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান। আজ (শুক্রবার, ২১ জুন) দুপুরে মতিঝিলে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

তিনি বলেন, 'আগামী ৭২ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে এসব এলাকায় স্বল্পমেয়াদে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একইসাথে, রংপুর জেলার কয়েক অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার পূর্বাভাস রয়েছে বন্যা তথ্য কেন্দ্রের।'

তিনি আরও বলেন, 'শের উত্তরাঞ্চলের নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলায় আগামী ৭২ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এ কারণে তিন জেলায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। নেত্রকোণা, সিলেট ও সুনামগঞ্জে জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ওখানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা কমে এসেছে।'