দেশে এখন
0

রাত ৮টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা মেয়র আতিকের

রাত ৮টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার কোরবানির সব বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। পাশাপাশি নির্দিষ্ট স্থানে কোরবানি দিলে প্রণোদনা দেয়ার ঘোষণাও দেন তিনি।

আজ (সোমবার, ১৭ জুন) দুপুরে রাজধানীর মিরপুরে ডিএনসিসির কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি এ ঘোষণা দেন।

সকাল থেকে রাজধানীবাসী পশু কোরবানি দিতে শুরু করে। আরও দুই দিন এই কার্যক্রম চলবে। কোরবানি শুরুর পর থেকেই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রমও শুরু হয়। এবার তিন দিনে ২০ হাজার টন বর্জ্য অপসারণ করার টার্গেট ডিএনসিসির। রাত ৮টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

বর্জ্য অপসারণে ১০ হাজারের বেশি জনবল মাঠে রয়েছে ডিএনসিসির। ঢাকা উত্তর সিটি করপোরেশন ২টি ওয়ার্ডের ৬টি নির্দিষ্ট স্থানে কোরবানির আয়োজন করেছে কাউন্সিলররা। বাকি ওয়ার্ডগুলো নিজেদের মতো করে কোরবানির আয়োজন করেছে। নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দিতে এবার জনগণকে আহ্বান জানায় ডিএনসিসি।

তবে সংস্থাটি বলছে, নির্দিষ্ট স্থানে কোরবানি দিতে জনগণের আগ্রহ কম। যদিও নির্দিষ্ট স্থানে কোরবানি দিলে ডিএনসিসি ১ হাজার টাকা করে টাকা প্রণোদনা দিচ্ছে এবার।

আসু