আজ (রোববার, ১৬ জুন) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘গায়ে পড়ে বিবাদে জড়ানো কিংবা যুদ্ধ বাধানোর পক্ষে নয়। যুদ্ধ নয় আলোচনার মাধ্যমে সমাধান চায় বাংলাদেশ । আলাপ আলোচনার মাধ্যমে মিয়ানমারের সাথে সমস্যা সমাধানে আগ্রহী শেখ হাসিনা সরকার।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানো হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘সেন্টমার্টিন দখল হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।’
মতবিনিময়কালে এই সংকটের বিষয়ে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে ওবায়দুল কাদেরের কাছে জানতে চান সাংবাদিকরা।
এর জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ মিয়ানমারের বিষয়ে সতর্ক অবস্থানে আছে। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান ভালো।’
প্রসঙ্গত, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে ১১ দিন ধরে নাফ নদীতে নৌযান চলাচল বন্ধ হওয়ায় সেন্টমার্টিনজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এতে দ্বীপটিতে দেখা দিয়েছে খাদ্য সংকট। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবার মতো অন্যান্য মৌলিক চাহিদা। যদিও গত শনিবার ১৫০ টন খাদ্যপণ্য নিয়ে জাহাজ পৌঁছেছে দ্বীপটিতে। তবে তাতে কতদিন চলবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সেখানকার বাসিন্দারা।