দেশে এখন
0

৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পল্টনের ফায়েনাজ টাওয়ারের আগুন

রাজধানীর পল্টনের ফায়েনাজ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট। ঘণ্টাখানেকের চেষ্টায় এটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সংস্থাটি।

জানা গেছে, আজ (বুধবার, ১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়েনাজ টাওয়ারের ষষ্ঠ তলায় আগুন লাগে। এটি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। পরে যুক্ত হয় আরো দু’টি ইউনিট।

মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, 'সন্ধ্যা পৌনে ৭টায় আমরা এই সংবাদ জানতে পারি। আগুন এখন নিয়ন্ত্রণে আছে। তিনজন গুরুতর অসুস্থ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা বার্ন ইউনিটে নেয়া হয়েছে।'

ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনারুল হক বলেন, 'পুরানা পল্টন কালভার্ট এলাকার ১৬ তলা ভবনের ৬ তলায় আগুনের সূত্রপাত ঘটে। পুরোটা আবাসিক ভবন। কিছু অংশে অফিসও আছে। ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ২২ জনকে নিরাপদে ছাদে নিয়ে যাওয়া হয়। নিহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করেছে।'

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

আসু