দেশে এখন
0

গো-খাদ্যের দাম বাড়ার প্রভাব কোরবানির পশুর দামে

ঈদুল আজহার বাকি আছে আর মাত্র এক সপ্তাহ। রাজধানীর স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে ইতোমধ্যেই উঠতে শুরু করেছে পশু। স্বল্প পরিসরে শুরু হয়েছে বেচা-বিক্রিও। তবে গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় গতবারের চেয়ে অনেইটাই বেড়েছে পশুর দাম। আবার কিছু হাটের প্রস্তুতি চলছে এখনও। হাটের ইজারাদাররা বলছে, নির্বিঘ্নে পশু বেচা-কেনার জন্য সব রকম প্রস্তুতি রাখা হয়েছে।

চাপাইনবয়াবগঞ্জ থেকে গাবতলি গবাদিপশুর হাটে গরু নিয়ে এসেছেন ব্যাপারী সিরাজুল ইসলাম। আসার বেশ কয়েকদিন হলেও এখনও বেচাবিক্রি জমেনি হাটগুলোতে। দু'একটি গরু বিক্রি হলেও বাকিগুলোর সেবা করতে ব্যস্ত থাকেন তিনি। গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এখন বেশি দামে গরু কিনতে হচ্ছে বলেও জানান তিনি।

সিরাজুল ইসলাম বলেন, 'গরু গতবছর গরু যে দাম কিনেছিলাম তার চেয়ে এ বছর বেশি দামে গরু কিনতে হয়েছে। গরুর খাবারের দাম বেড়ে যাওয়ায় আসলে এ দাম বেড়েছে। গরু হাটে নিয়ে এসেছি, কিন্তু এখনও ঈদের কেনাকাটা লাগেনি।'

শুধু সিরাজুল ইসলাম নয়, তার মতো অনেক ব্যাপারীও অপেক্ষার প্রহর গুণছে হাট জমজমাট হওয়ার অপেক্ষায়।

একজন ব্যাপারী বলেন, 'গরু এখনও হাটে লাগেনি ঠিকমতো। তবে এবার খাবারের দাম বাড়ায় গরুর দাম বেশি হবে।'

এদিকে পুরো হাট জুড়ে গরু, ছাগল, মহিষের সরবরাহ যথেষ্ট থাকলেও এখনও তেমন ক্রেতার দেখা মিলছে না। তবে দু'একজন এসে দেখে যাচ্ছেন হাটের পরিস্থিতি। তারা বলছেন, এবার গরুর দাম তুলনামূলক ভাবে একটু বেশিই।

একজন ক্রেতা বলেন, 'আসার আগে ভেবেছিলাম হাটে যাচ্ছি, দামে মিলে কিনে নিয়ে যাবো। কিন্তু এখন যে দাম দেখছি তা অনেক বেশি, ব্যাপারীরা কেউ দামে ছাড়তে চায় না।'

রাজধানীতে ২০টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এর মধ্যে ঢাকা দক্ষিণে সারুলিয়া স্থায়ী হাটসহ ১১টি এবং উত্তরে গাবতলী স্থায়ী হাটসহ ৯টি। ইতোমধ্যে দক্ষিণ সিটি ১০টি হাটের ইজারা চূড়ান্ত করেছে। আর উত্তর সিটি ৫টি হাটের ইজারা চূড়ান্ত করেছে। অনেক হাটে এখনও চলছে শেষ সময়ের প্রস্তুতি।

হাটের ইজারাদাররা বলছেন, নির্বিঘ্নে পশু বেচাকেনার জন্য সবরকম প্রস্তুতি নেয়া হয়েছে।

গাবতলি গবাদিপশুর হাটের ইজারাদার দেয়ান মোহাম্মদ ইকরাম হোসেন বলেন, 'কোনো অসাধু লোক যেন হাটে ঢুকে ডিস্টার্ব করতে না পারে সেজন্য আমরা করা নজর রাখছি। দুই একদিনের ভেতর হাট পরিপূর্ণ হবে।'

স্রষ্টার কাছে সৃষ্টির যে ত্যাগের মহিমা তার অন্যতম মাধ্যম পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি করা। আর সেই ঈদের বাকি মাত্র এক সপ্তাহ। রাজধানীর পশুর হাটগুলোতে ঈদের আগের দিন হয়ে উঠবে একেবারে জমজমাট।

এসএস