দেশে এখন
0

বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু

রাজধানীর বাড্ডায় তিনতলা ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ (বৃহস্পতিবার, ৩০ মে) সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, বাড্ডার ৪নং ডিআইটি রোডের তিনতলা ভবনের নিচ তলায় বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার লিকেজ হওয়াকেই দায়ী করা হচ্ছে। তবে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একজনকে মৃত ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, সাড়ে ৬টার দিকে হঠাৎ বিকট শুনতে পান তারা। এরপর ঘটনাস্থলে গিয়ে দুইজনকে পড়ে থাকতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।