দেশে এখন

১১ বছর পর এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী

দীর্ঘ ১১ বছর পর আজ (রোববার, ১৯ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় (বাংলাদেশের সময় ৮টা ৪৫ মিনিট) পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর আলী। পঞ্চম বাংলাদেশি হিসেবে এ কৃতিত্ব গড়েন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন ৩৩ বছর বয়সি বাবর আলী। এর পর শুরু করেছিলেন চিকিৎসা পেশা। তা ছেড়ে ঠিক করলেন দুনিয়া ঘুরবেন। চাকরি ছেড়ে শুরু করেন দুঃসাহসী সব অভিযান।

এখন পর্যন্ত সারগো রি (৪ হাজার ৯৮৪ মিটার), সুরিয়া পিক (৫ হাজার ১৪৫ মি.), মাউন্ট ইয়ানাম (৬ হাজার ১১৬ মি.), মাউন্ট ফাবরাং (৬ হাজার ১৭২ মি.), মাউন্ট চাউ চাউ কাং নিলডা (৬ হাজার ৩০৩ মি.), মাউন্ট শিবা (৬ হাজার ১৪২ মি.), মাউন্ট রামজাক (৬ হাজার ৩১৮ মি.), মাউন্ট আমা দাবলাম (৬ হাজার ৮১২ মি.) ও চুলু ইস্ট (৬ হাজার ০৫৯ মি.) পর্বতের চূড়ায় উঠেছেন এই তরুণ।

সবশেষ ১ এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি নিয়ে কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে সপ্তাহ খানেকের ট্রেকিং শেষ পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। শুরু করেন মূল অভিযান।

রোববার, ১৯ মে বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টায় এভারেস্টের চূড়ায় পা রাখেন তিনি, ওড়ান বাংলাদেশের পতাকা। যদিও বাবরের এভারেস্ট জয়ের অভিযান শেষ হয়নি, নিরাপদে বেস ক্যাম্পে নেমে আসার পর শেষ হবে অভিযান।

অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান জানান, বাবরের পরবর্তী লক্ষ্য পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসের চূড়া জয় করা। শীতিধার চূড়া থেকে ক্যাম্প-৪ এ নেমে যাত্রা শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে। বাংলাদেশিদের মধ্যে কেউ এভারেস্টের চূড়ায় ওঠার পর একইসঙ্গে আরেকটি পর্বতশৃঙ্গ লোৎসে ওঠার চেষ্টা করেননি। এটাকেই চ্যালেঞ্জ হিসেবে নিতে চান বাবর।

এর আগে ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট চূড়ায় পা রাখেন মুসা ইব্রাহিম। সেটা ছিল বাংলাদেশ থেকে এভারেস্টে প্রথম সফল অভিযান।

পরে ২০১১ সালের ২১ মে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এম এ মুহিত এভারেস্ট চূড়ায় লাল-সবুজের পতাকা উড়ান। ২০১২ সালের ১৯ মে প্রথম নারী বাংলাদেশি হিসেবে এভারেস্ট চূড়ায় পৌঁছান নিশাত মজুমদার, সেই অভিযানেই দ্বিতীয়বারের মত এভারেস্ট চূড়ায় আরোহণ করেন এম এ মুহিত।

২৬ মে দ্বিতীয় বাংলাদেশি দ্বিতীয় নারী হিসেবে এভারেস্ট চূড়া আরোহণ করেন ওয়াসফিয়া নাজরীন। আর এটাই বাংলাদেশ থেকে সবশেষ সফল অভিযান।

সবশেষ ২০১৩ সালের ২১ মে এভারেস্ট চূড়া আরোহণ করে ফেরার পথে মারা যান সজল খালেদ নামের এক পর্বতারোহী।

আর আজ এভারেস্ট চূড়া আরোহন করলেন বাবর আলী। তিনি বেস ক্যাম্পে নিরাপদে ফিরে আসলে তার অভিযান সফল হিসেবে ধরা হবে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর