শিল্পকলা, প্রযুক্তি, যোগাযোগ মাধ্যম, অর্থনীতিসহ বিভিন্ন বিভাগে তালিকায় স্থান পাওয়া ব্যক্তিরা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে পরিবর্তন আনার পাশাপাশি উদ্ভাবন ক্ষমতা প্রদর্শন করেছেন নির্বাচিকরা।
এ বছর ফোর্বস ৩০ অনূর্ধ্ব ৩০ এ জায়গা করে নেয়া ৯ বাংলাদেশি হলেন, আনুশা আলমগীর, মেহেদি স্মরণ (হ্যালো টাস্ক), রেদোয়ান আহমেদ, মো. শহিদুল ইসলাম, আব্দুল গাফফার সাদী এবং এমডি তুষার (দ্রুত লোন), সুলতান মনি, মুমতাহিনা আনিকা (যাতিক) এবং ফাহাদ আহমেদ (উইন্ড অ্যাপ)।
আনুশা আলমগীর
আনুশা আলমগীর ২০২৩ সালের ভেনিস বিয়েনাল-এর ১৮ তম আন্তর্জাতিক স্থাপত্য প্রদর্শনীতে তার চলচ্চিত্র 'পর্দা' নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। চলচ্চিত্রটিতে মুসলিম পর্দা চর্চা ও নারী দেহের চিত্রায়ণ করা নিয়ে সমসাময়িক বিভিন্ন সমস্যাকে ফুটিয়ে তোলা হয়েছে।
রেদওয়ান আহমেদ
ফ্রিল্যান্স সাংবাদিক রেদওয়ান আহমেদ রোহিঙ্গা সংকট ও বাংলাদেশি পোশাক কারখানার শ্রমিকদের ভোগান্তি নিয়ে তদন্ত প্রতিবেদনের জন্য ২২তম 'হিউম্যান রাইটস প্রেস অ্যাওয়ার্ড' জিতে নেন।
মেহেদী স্মরণ
মেহেদী শরণ বাংলাদেশের 'উবার ফর মেইড সার্ভিস' হ্যালোটাস্কের সহ-প্রতিষ্ঠাতা। অ্যাপটি প্রতি ঘণ্টায় বুকিং, মাসিক সাবস্ক্রিপশনসহ গৃহকর্মী নিয়োগের জন্য তাদের যাচাইকরণ এবং সহিংসতা থেকে তাদের রক্ষা করার জন্য সুরক্ষামূলক সেবা প্রদান করে।
আহমেদ ফাহাদ
উইন্ড অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা আহমেদ ফাহাদ একটি ক্রস-বর্ডার রেমিট্যান্স প্ল্যাটফর্মের নেতৃত্ব দিচ্ছেন যেটি দ্রুত ও আরও সাশ্রয়ী মূল্যে ব্লকচেইন প্রযুক্তি ও স্টেবলকয়েনের লেনদেন করে। ফাহাদ পাঠাও-এর প্রতিষ্ঠাতা দলেরও অংশ ছিলেন।
আব্দুল গাফফার সাদী, মো. তুষার ও মো. শহিদুল ইসলাম
ঢাকা ভিত্তিক দ্রুত লোনের প্রতিষ্ঠাতা আব্দুল গাফফার সাদী, মো. তুষার ও মো. শহিদুল ইসলাম ক্ষুদ্র ও ছোট ব্যবসাকে ব্যাংক এবং অর্থায়নকারী সংস্থাগুলো থেকে ঋণ সুরক্ষিত করতে সহায়তা প্রদান করে। ২০১৯ সাল থেকে তারা ২ মিলিয়ন ডলারের বেশি ঋণ সুবিধা প্রদান করেছেন।
সুলতান মনি ও মুমতাহিনা আনিকা
সুলতান মনি এবং মুমতাহিনা আনিকা ঢাকা-ভিত্তিক ফিনটেক স্টার্ট-আপ যাতিক প্রতিষ্ঠা করেছেন। ছোট ছোট কোম্পানিগুলোকে সফটওয়্যার ও হার্ডওয়্যার সুবিধা প্রদানের মাধ্যমে তাদের লেনদেনের হিসেব রক্ষায় সাহায্য করাই তাদের লক্ষ্য।