দেশে এখন

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, হজযাত্রীদের ভিসার বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস সৌদি রাষ্ট্রদূতের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। এ সময় প্রধানমন্ত্রী হজযাত্রীদের ভিসার মেয়াদ বাড়াতে দেশটির প্রতি আহ্বান জানান। জবাবে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত।

আজ (সোমবার, ১৩ মে) সকালে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে সৌদি আরবের রাষ্ট্রদূতকে এ আহ্বান জানানো হয়। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।

সংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের ১০ হাজারের বেশি হজযাত্রী এখনো ভিসা পাননি। রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী এ কথা উল্লেখ করেন।

রাষ্ট্রদূত বলেন, এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হচ্ছে।

এ সময় পবিত্র হজ্বকে স্বাচ্ছন্দ্যের করতে সৌদি সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করেন দেশটির রাষ্ট্রদূত।

এছাড়া বৈঠকে দ্বিপক্ষীয় বেশ কিছু বিষয় উঠে আসে।

এর আগে সৌদি সরকারের কাছে ভিসার আবেদনের সময় বাড়াতে চিঠি পাঠায় বাংলাদেশ। তবে দেশটির পক্ষ থেকে ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

প্রসঙ্গত, হজযাত্রার পঞ্চম দিনে আজও ৯ হাজার ৩৭৭ জন যাত্রীর ভিসা জটিলতা কাটেনি। আজ ৮টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন ৩২শ’ যাত্রী। আর গেল ৪ দিনে প্রায় সাড়ে ১২ হাজার যাত্রী সৌদি পৌঁছেছেন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর