বান্দরবানে সোনালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনার পর থেকেই যৌথ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় আজ বান্দরবানের কেওক্রাডং পাহাড় সংলগ্ন দুর্গম দার্জিলিং পাড়া এলাকায় যৌথ অভিযানে একজন কেএনএফ সন্ত্রাসী নিহত হয়েছে। সন্ত্রাসীর সঙ্গে থাকা ৩টি একে ২২ রাইফেল ও ১টি শটগানসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।
এর আগে গত ২ এপ্রিল বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা ও পুলিশের অস্ত্র লুটের ঘটনায় রুমা থানায় ৫টি মামলা দায়ের করা হয়।
পরে ৩ এপ্রিল দুপুরে আবার বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় ৪টি মামলা করা হয়। এরপর আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করে যৌথবাহিনী আর এই পর্যন্ত মোট ৯টি মামলায় ৮৩ জনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে আদালত তাদের সবাইকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।