দেশে এখন

শিলাবৃষ্টিতে সুনামগঞ্জে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সীমান্তবর্তী ৭টি গ্রামে প্রায় ১৫ মিনিট পর্যন্ত ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ (রোববার, ৫ মে) বিকাল সাড়ে ৫টায় শুরু হয় এই ঝড় ও শিলাবৃষ্টি।

স্থানীয়রা জানান, শিলাবৃষ্টিতে দোয়ারা বাজার উপজেলার সীমান্তবর্তী গ্রাম বাশতলা, চৌধুরী পাড়া, মৌলারপাড়,কলোনি, নতুন বাশতলা, ঝুমগাও, পেকপাড়াসহ অন্তত ৭টি গ্রামের শতাধিক ঘরবাড়ির টিনের চাউনির ব্যাপক ক্ষতি হয়।

স্থানীয় বাসিন্দা মাহমুদ আলী বলেন, 'শিলা পড়ে টিনের চালে অসংখ্য বড় ছিদ্র হয়ে গেছে। বৃষ্টির সঙ্গে বড় (তিন থেকে চারশ গ্রাম ওজন) শিলাও পড়তে থাকে। অনেকের ঘরের ভেতরের মালামাল নষ্ট হয়েছে।'

দোয়ারা বাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু বলেন, 'বিকালের দিকে দোয়ারা বাজারে কাল বৈশাখী ঝড় হয়েছে।  তবে দোয়ারা বাজার সদরে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এই উপজেলার সীমান্তবর্তী গ্রাম গুলোতে শিলাবৃষ্টিতে টিনের ঘরবাড়ির  ক্ষতি  হয়েছে।  যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের তালিকা তৈরি করে আমরা সহযোগিতা করব।'

শিলাবৃষ্টিতে প্রায় সহস্রাধিক টিনের তৈরি স্থাপনার চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। যা বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছে। আকষ্মিক এ শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে এখানকার নিম্ন আয়ের মানুষ।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর