দেশে এখন

ভুল তথ্য সমাজ ও গণতন্ত্রে প্রভাব ফেলে: তথ্য প্রতিমন্ত্রী

দেশে গণমাধ্যমের স্বাধীনতা আছে, তা অপব্যবহার করা যাবে না এবং ভুল তথ্য গণতন্ত্র ও সমাজে প্রভাব ফেলে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

আজ (বৃহস্পতিবার, ২ মে) রাজধানীর ধানমন্ডিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪ উপলক্ষে ইউনেস্কো, টিআইবি এবং আর্টিকেল নাইনটিনের যৌথ উদ্যোগে প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, 'গণমাধ্যম যেকোনো বিষয় নিয়ে সরকারকে প্রশ্ন করতে পারে, সমালোচনা করতে পারে। দেশের উন্নয়ন থামাতে ভুল তথ্যও সম্প্রচার করা হয়। গণমাধ্যম উন্মুক্ত থাকায় শৃঙ্খলা থাকে না। আইনের অপব্যবহার রোধে সাইবার সিকিউরিটি অ্যাক্ট চালু আছে।'

একই অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, 'দেশের পরিবেশ বিপর্যয়ের কারণ ভূমিদস্যুতা, আগ্রাসী উন্নয়ন, প্রকৃতি ধ্বংস, ক্ষমতাবানদের পরিবেশ বিধ্বংসী জবরদখল ও আইনের লঙ্ঘন।'

তিনি বলেন, 'জবাবদিহিতা আনার দায়িত্বে একটি অংশের গাফিলতি থাকে। রাষ্ট্র অন্যায়কে কখনও বৈধতা দিতে পারে না। আইনের অপব্যবহার সুযোগ তৈরি করে।'

টিআইবির নির্বাহী পরিচালক জানান, রাজধানীর চেয়ে তৃণমূল পর্যায়ের গণমাধ্যমকর্মীদের প্রতি বেশি আগ্রাসন চালানো হয়। তিনি সরকারকে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি গণমাধ্যম ও সুশীল সমাজকে কোনোভাবেই সরকারের টার্গেট না করার অনুরোধ জানান।

প্যানেল আলোচনায় আরও অংশ নিয়েছিলেন সুইডেনের রাষ্ট্রদূত, ইউনেস্কোর প্রতিনিধি, আর্টিকেল নাইনটিনের আঞ্চলিক পরিচালক, বিজেসির চেয়ারম্যানসহ গণমাধ্যমকর্মীরা।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর