তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে, পরীক্ষা চলমান আছে, ও লেভেল, এ লেভেল পরীক্ষা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না বলে হাইকোর্টের আদেশে বলা হয়েছে।
তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় উচ্চ আদালত এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
এ সময় গত কয়েক দিনে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তাপপ্রবাহে ১৮ জনের মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন আদালতের সামনে উপস্থাপন করেন আইনজীবী।
আবহাওয়া অধিদপ্তর বলছে, চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে আগামী বৃহস্পতিবারের (২ মে) আগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২ থেকে ৭ মে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পর আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাপপ্রবাহও হবে। যা এপ্রিল মাসের মতো দীর্ঘ সময়ের জন্য না হয়ে অল্প সময়ের জন্য থাকতে পারে।