দেশে এখন
আইনের সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে: আইনমন্ত্রী
আইনের সেবা সফল করতে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আজ (রোববার, ২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধনী করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘আইনের সেবা পাওয়া মানুষের অধিকার। সেখানে বিরোধ নিষ্পত্তিতে লিগ্যাল এইড সংশ্লিষ্ট সবাইকে ক্ষমতা দেওয়া হয়েছে। এরই মধ্যে ১ লাখ ১০ হাজারের বেশি বিরোধ নিষ্পত্তি করা হয়েছে।’

আস্থা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আইনের প্রতি মানুষের আস্থা বাড়াতে হবে। আইনের সেবা সফল করতে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। সেবাকে আরও বেগবান করে মানুষের কাছে নিয়ে যেতে হবে। তবেই আইনের সেবা সফল হবে।’

জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনীতে সভাপতিত্ব করেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

ইএ