তিনি বলেন, 'আসন্ন রমজানে বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব হবে। শহর ও গ্রামে বৈষম্য থাকবে না। সংকট সমাধানে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের সরবরাহ ১২ এমএমসিএফটি বাড়ানো হবে।'
মুহাম্মদ ফাওজুল কবির বলেন, ‘সবার সহযোগীতা পেলে রমজানে বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব হবে। সচিবালয়, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ে অনুরোধ করা হয়েছে। কেউ সহযোগিতা না করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো সক্ষমতা থাকা সত্ত্বেও গ্যাস সরবরাহ পর্যাপ্ত না থাকায় কাঙ্ক্ষিত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা।
সেই সাথে এই মুহূর্তে ২৬০০ মেগা ওয়ার্ড বিদ্যুৎ আমদানি করা হচ্ছে বলেও তিনি জানান।
মিটারের সিএনজি চালিত অটোরিক্সা চলাচলের বিষয়ে বিআরটিএর চিঠি প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, ‘সিএনজি মালিক ও চালকদের সাথে আলোচনার প্রেক্ষিতে বিষয়টি সমাধান করা হবে।'