আজ (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন থেকে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, 'দেশ অন্ধকারে থাকা অবস্থায় আমরা দায়িত্ব নিয়েছি। এখান থেকে তুলে আনতে সময় দিতে হবে।'
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, 'সম্মেলনে জেলা প্রশাসকরা বিভিন্ন জেলার শিশু, নারী ও বৃদ্ধদের করুণ অবস্থা তুলে ধরেছেন।'
তিনি বলেন, 'আত্মহত্যা, মাদকাসক্তি এবং নানান বাহ্যিক প্রভাবে বাল্যবিয়ে বেড়েছে। এসব সমাধানে পরিকল্পনা করা হবে।'